সকাল ১১:২৮ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে এলজিইডি অফিসে অনিয়ম পেয়েছে দুদক

জেলা প্রতিনিধি, নোয়াখালী
২৯ এপ্রিল ২০২৫

 

রাস্তা ও ব্রিজ নির্মাণ কাজে দুর্নীতিসহ বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নোয়াখালীর কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

তিন সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান। টিমের অন্য সদস্যরা হলেন- কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস ও ইমরান হোসেন।

জানা গেছে, এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগতমান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বেলা ১১টায় কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযানে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়ে কাজ না করাসহ নানা অনিয়ম-অসঙ্গতি পায় এনফোর্সমেন্ট টিম। দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। সেইসঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান  বলেন, কবিরহাট এলজিইডি অফিসে কিছু অনিয়ম-অসঙ্গতি পেয়েছি। প্রকল্পের মেয়াদ শেষ কিন্তু কাজ হয়নি এবং কাজের সময় বৃদ্ধির কোনো পত্রও তারা দেননি। এছাড়া বিভিন্ন প্রকল্পে কাজের অগ্রগতি দেখানো হলেও বাস্তবে তার মিল নেই। তাই আমরা বেশ কিছু কাগজপত্র নিয়ে এসেছি। সেগুলো যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য প্রেরণ করব।

এ বিষয়ে কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী তাহমিনা শারমিন  বলেন, আমাদের উপজেলা প্রকৌশলী মো. ইসলাম হোসেন স্যার নতুন এসেছেন। দুদকের টিম আমাদের কিছু অসঙ্গতির কথা বলেছেন। এখানে কাগজপত্র না রাখায় তাদের আমরা উত্তর দিতে পারিনি। মূলত প্রকল্পের মেয়াদ শেষ হলে অথবা সময় বৃদ্ধির জন্য আমরা আবেদন করি। সেসব কাগজ দেখাতে পারিনি। এছাড়াও কাজের অগ্রগতির অর্থনৈতিক দিক জেলা অফিস দেখে, আমরা দেখি না।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *