সকাল ১১:০২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

মুস্তাফিজুর রহমান : প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫

আগামী নির্বাচন প্রতিশ্রুত সময়ের মধ্যে না হলে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরির পাশাপাশি বিনিয়োগেও বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা আছে বলে মত প্রকাশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, টেকসই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে দেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয়।

শনিবার (২৬ এপ্রিল) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্কের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সম্মেলনে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন ডলার। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন ডলার।

প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বিদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে সরকার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাময় ভাবমূর্তি উপস্থাপন করেছে। বিগত আওয়ামী সরকারের আমলেও বাংলাদেশকে মিথ্যা ও বানোয়াট তথ্যের মাধ্যমে থাইল্যান্ড-সিঙ্গাপুরের মতো নান্দনিক রাষ্ট্রে রূপান্তর করার গল্প শুনানো হতো, যা ছিল অবাস্তব।

তিনি বলেন, দেশে বিনিয়োগের কঠিন মন্দা চলছে। উচ্চ সুদের হার, বিদ্যুৎ—গ্যাস—জ্বালানি সংকট ও উচ্চমূল্য, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, তারল্য সংকট, কর নীতির দুর্বলতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব কালচার, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ব্যবসায়ী উদ্যোক্তাদের কেউ কেউ দুর্নীতির দায়ে জেলে থাকা অথবা বিদেশে পালিয়ে যাওয়া, শ্রমিক অসন্তোষসহ নানা কারণে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনায় চ্যালেঞ্জ রয়েছে।

প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে

তিনি আরও বলেন, আওয়ামী সরকারের পতনের পর ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। ৬১৮৮১ জন শ্রমিক চাকরি হারিয়েছেন। বিনিয়োগ কমে যাওয়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। মানুষের আয় না বাড়ায় অতি দরিদ্রের হার বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বিনিয়োগ ব্যবস্থাপনায় সুশাসন ও আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করতে হবে।

ডেমোক্রেসির আয়োজনে সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *