দুপুর ১:৫৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
২৫ এপ্রিল ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইটনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আসাদুল ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার সময় আসাদুল নদী পার হচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। যার একটি গুলি তার শরীরে লাগে। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনাটি আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী এলাকায় ঘটেছে। ওই ব্যক্তি নদী পার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *