দুপুর ২:১৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল

বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৫

 

ওপার বাংলার অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। একাধারে তিনি অভিনেত্রী, মডেল এবং প্রযোজক। আবার সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন। তবে গল্পের বই পড়তে বড্ড ভালোবাসেন তিনি।

আর বই পড়ার ঝোঁক থেকেই এবার ডক্টর উপাধিতে ভূষিত হলেন। শুধু তা-ই নয়, স্বর্ণপদক পেয়েছেন। আসলে বিশ্বের নানা বিষয়ে জানার কৌতূহল রয়েছে এ অভিনেত্রীর মধ্যে। আর সেই কৌতূহলের কারণে প্রায় দুই বছর থেকে সোশ্যাল সায়েন্স বিষয় নিয়ে গবেষণা করছিলেন।

এমনকি, গবেষণার কাজে তিনি ঘুরেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তেও। আসলে পায়েল বিশ্বাস করেন যে, যারা সমাজসেবার কাজ করে, তাদের মধ্যে অর্ধেকই সেই কাজটাকে ভালোবেসে করেন না। তবে সমাজসেবার কাজ কিন্তু এক ধরনের পড়াশোনাই বটে। আর সেই বিষয়টিতে আরও গভীর ভাবে জানতে হলে সোশ্যাল সায়েন্স বিষয়টিকে আয়ত্ত করতে হবে।

সেই কারণে সোশ্যাল সায়েন্স নিয়েই গবেষণা করলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। দিল্লির ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি গ্রহণ করলেন এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট ও দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে গোল্ড মেডেলিস্ট হলেন বাংলার এই গুণী মেয়ে।

এখানেই শেষ নয়, খুব শিগগিরই আসতে চলেছে পায়েলের প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড’-এর প্রযোজনায় ‘স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ সিজন ২’।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *