স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫
কদিন আগেই গুঞ্জন উড়িয়ে লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়িয়েছেন মোহাম্মদ সালাহ। এবার তার দেখানো পথে হাঁটলেন দলটির আরেক তারকা ভার্জিল ফন ডাইক।
৩৩ বছর বয়সী এই ডাচ সেন্টার-ব্যাকের সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি মৌসুমের শেষে। তার আগেই ফন ডাইককে ২০২৭ সালের জুন পর্যন্ত নিজেদের করে নিয়েছে ক্লাবটি।
ফন ডাইকের ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়ার গুঞ্জন ছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে চুক্তি সারার পর ডাচ ডিফেন্ডার বললেন, ‘সবসময় লিভারপুলকেই প্রাধান্য দিয়েছি। আমার মাথায় সবসময় এটাই ছিল। পরিকল্পনার কথা যদি বলেন, সেটা লিভারপুলকে নিয়েই।’
রেডসদের হয়ে ৩১৪ ম্যাচে অংশ নেওয়া ফন ডাইক ২০২৩ সালে দলটির অধিনায়ক নির্বাচিত হন। ফন ডাইক বলেন, ‘আমার মনে কখনই সংশয় ছিল না (লিভারপুলে থাকার ব্যাপারে)। আমার এবং আমার পরিবার এই জায়গাটাই পছন্দ করে। এটা গর্বের অনুভূতি, আনন্দের অনুভূতি। এটা আসলেই অবিশ্বাস্য।’
‘আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত যে যাত্রা, সেটা আগামী দুই বছর বাড়াতে পারলাম। এটা দারুণ ব্যাপার এবং আমি খুব খুশি’-যোগ করেন ফন ডাইক।
জ উ / এনজি