বিকাল ৪:৪১ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে কে এগিয়ে, যুক্তরাষ্ট্র নাকি চীন?

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫

বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে ফের আলোচনায় বিশ্বের দুই ক্ষমতাধর দেশ চীন ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে দেশ দুটি একে অপরকে নানাভাবে হুমকি দিচ্ছে। যার প্রভাব পড়ছে বিশ্বজুড়ে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হয়। যার মোট দেশজ উৎপাদন ২৯ ট্রিলিয়ন ডলারেরও বেশি। এরপরই চীনের অবস্থান। দেশটির মোট দেশজ উৎপাদন ১৮ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

অন্যদিকে ২০২৪ সালে চীন ছিল বিশ্বের বৃহত্তম পণ্য রপ্তানিকারক। যার মোট পরিমাণ ছিল ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে। যার পরিমাণ ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

পণ্যের ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, যা ২০২৪ সালে ৩৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

 

এদিকে প্রতিরক্ষাখাতে বিশ্বের বৃহত্তম ব্যয়কারী দেশ হলো যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র এখাতে ৯১৬ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল, যা চীনের চেয়ে তিনগুণ বেশি। কারণ চীনের বরাদ্দ ছিল ২৯৬ বিলিয়ন ডলার।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছে। এই দুই দেশের কাছে পাঁচ হাজারটির বেশি অস্ত্র আছে, যা চীনের চেয়ে অনেক বেশি। অর্থাৎ চীনের কাছে ১০ গুণ কম পারমাণবিক অস্ত্র আছে।

 

সূত্র: এএফপি/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *