দুপুর ২:২২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫

 

ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন ১৩০ জনের বেশি শিক্ষার্থী। তারা অভিযোগ করেছেন, বেআইনিভাবে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা মামলায় বলেন, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি হঠাৎ করে ও বেআইনিভাবে সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস) থেকে তাদের স্ট্যাটাস বাতিল করে দিয়েছে। এতে করে তারা গ্রেপ্তার, আটক এবং নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন।

প্রাথমিকভাবে ১১ জন শিক্ষার্থী জর্জিয়া অঙ্গরাজ্যে মামলা করেছিলেন। এরপর থেকে তাদের সঙ্গে আরও ১১৬ জন যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী হঠাৎ করে খুঁজে পেয়েছেন তাদের ভিসা বাতিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই এটি করা হয়েছে।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নরত চীনের এক শিক্ষার্থী জানিয়েছেন, তাকে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয় তার ভিসা বাতিল করা হয়েছে। তবে কী কারণে ভিসা বাতিল করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি। তার বিশ্বাস, হয়ত ট্রাফিক সংক্রান্ত একটি বিষয়ে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটি আগেই মিমাংসা হয়ে গেছে। এছাড়া তার অপরাধের আর কোনো রেকর্ড নেই।

নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির এক ভারতীয় শিক্ষার্থী জানিয়েছেন, তার ভিসাও বাতিল করা হয়েছে। কিন্তু কারণ উল্লেখ করা হয়নি। তিনি বলেছেন, তার বিরুদ্ধে দোকানে চুরির অভিযোগে মামলা হয়েছিল। কিন্তু এ মামলাটি বাতিল করা হয়েছে। তা সত্ত্বেও তার ভিসা রহিত করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়ছেন, বিভিন্ন ইনস্টিটিউটকে ট্রাম্প প্রশাসন অর্থায়ন বাতিলসহ অনেক কারণ দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। আর এরমধ্যেই তাদের ভিসা বাতিলের ঘটনা ঘটছে।

 

সূত্র: এএফপি/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *