দুপুর ১:৫৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

পুরুষদের চেয়ে নারীরা কানে ভালো শোনেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫

 

 

পুরুষদের তুলনায় নারীদের শ্রবণ শক্তি ভালো বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে ওপেন এক্সেস জার্নাল ‘সাইন্টিফিক রিপোর্টস’। এছাড়া নারী ও পুরুষরা শোনেনও আলাদাভাবে। এই গবেষণার ফলাফলকে চমকপ্রদ হিসেবে উল্লেখ করেছে জার্নালটি। নারীদের বয়স, তারা কোথায় থাকেন সবকিছু নির্বিশেষে পাওয়া গেছে নারীরা পুরুষদের চেয়ে ভালো শুনতে পান। বিবর্তনের কারণে জীবতত্ত্বিক এ পার্থক্য রয়েছে বলে ধারণা করা হয়।

গবেষণায় দেখা গেছে, নারীদের শ্রবণশক্তির সঙ্গে পুরুষদের শ্রবণশক্তির মধ্যে গড়ে দুই ডেসিবেল পার্থক্য রয়েছে। গবেষকরা পাঁচটি দেশের ১৩টি আলাদা সম্প্রদায়ের ৪৪৮ জন সুস্থ প্রাপ্তবয়স্কের ওপর এই গবেষণা চালিয়েছেন। গ্রাম, শহর বা পাহাড় সব জায়গাতেই দেখা গেছে, নারীদের কানো শোনার ক্ষমতা পুরুষদের চেয়ে ভালো।

জৈবিক পার্থক্য

গবেষকদের মতে, নারীদের মধ্যে চিরন্তন যে জৈবিক পার্থক্য রয়েছে এটি তার একটি নির্দেশক। সম্ভবত এটির কারণে নারীদের কানের ভেতরের অংশে কিছুটা পার্থক্য অথবা হরমোনজনিত পরিবর্তন দেখা যায়।

 

পরিবেশগত পার্থক্য

এই গবেষণায় পরিবেশগত বিষয়টির ওপরও নজর দেওয়া হয়েছে। এতে দেখা গেছে আপনি কোথায় বাস করেন সেটির ওপর আপনার শ্রবণশক্তি নির্ভর করে। যারা উঁচু পাহাড়ি অঞ্চলে থাকেন তাদের শ্রবণশক্তি সবচেয়ে খারাপ। কারণ সেখানে অক্সিজেনের লেভেল কম। অপরদিকে যারা বর্ষণপ্রবণ বনাঞ্চলে বাস করেন তারা প্রাণী সংক্রান্ত শব্দগুলো ভালো শুনতে পান। অপরদিকে শহরের বাসিন্দারা, যারা সবসময় শব্দদূষণের শিকার হন তারা উচ্চতর শব্দের প্রতি সংবেদনশীল।

 

 

সূত্র: হিন্দুস্তান টাইমস/ এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *