সন্ধ্যা ৬:৫৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

অনৈতিক কার্যকলাপের জন্য আর ৮ নেতাকে বহিস্কার বিএনপির

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২৫

 

শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে বিএনপি। গতকালও দল থেকে ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে। গত ৫ আগস্টের পর অন্তবর্তী সরকার গঠনের এই ৮ মাসে দুই সহস্রাধিক নেতাকর্মীকে বহিস্কার করেছে বিএনপি। এর মধ্যে অধিকাংশের বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার, সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আছিনুর রহমান আনিছ, এনায়েতপুর থানাধীন ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *