সন্ধ্যা ৬:৪২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

আ. লীগ এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার : এনডিএম

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৫

 

 

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে দাঁড়াতে না পারে সেজন্য আওয়ামী লীগকে বাতিল করা এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা হবে বড় সংস্কার।

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএমের ৮ সদস্য উপস্থিত ছিলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বেশিরভাগ জায়গায় এনডিএম একমত জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমরা সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই। সংস্কারগুলোর মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে।

ববি হাজ্জাজ বলেন, সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি।

দলের নাম জানতে চাইলে তিনি বলেন, এখানে কোনও বিশেষ দলের নাম বলছি না। যেটা বলেছি তা আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি লিখিত প্রস্তাবের মধ্যে ৯৪টিতে একমত, দ্বিমত ২৫, আংশিকভাবে একমত ৪৪ এবং তিনটি প্রশ্নের মতামত জমা দেয়নি এনডিএম। তবে মঙ্গলবারের সংলাপে আংশিকভাবে দ্বিমত থাকা আরও কিছু বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেন, তারা ব্যাখ্যা দেওয়ার পরে আমরা ১০০টির অধিক প্রস্তাবে একমত হয়েছি।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *