১৮ জুলাই ২০২৪
চলমান কোটাবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামীর যোগ দেওয়ার সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বাংলাদেশের কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি।
বুধবার (১৭ জুলাই) অনলাইনে প্রচারিত এক সংবাদে দাবি করা হয়, কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। সেখানে বলা হয়, বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।
এ বিষয়ে মাওলানা মীর ইদ্রিস নদভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গণমাধ্যমের সংবাদ পুরোপুরি মিথ্যা। তিনি কোনো কর্মসূচি ঘোষণা করেননি। এমনকি তিনি ১৭ জুলাই হাটহাজারিতে যাননি। হাটহাজারিতে মাদ্রাসা ছাত্রদের একাংশ যে বিক্ষোভ করেছে তার সঙ্গে হেফাজতে ইসলাম বা তার নিজের কোনো সম্পৃক্ততা নেই।
বিষয়টি নিশ্চিত করে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছেন। সেখানে তিনি প্রশ্ন রাখেন, গণমাধ্যমে কীভাবে সংবাদটি প্রচার করল?
‘গুজব প্রচার করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চায় তারা। পাঠকদের তাই এসব গুজব প্রচারকারীদের বর্জন করা উচিত’— বলেন মাওলানা মীর ইদ্রিস নদভী।
এমআর / এনজি