দুপুর ১:১৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিয়ের পর প্রথম ঈদ সোনাক্ষী-জহিরের, শ্বশুরবাড়িতে কেমন আছেন নায়িকা

বিনোদন ডেস্ক

৩১ মার্চ ২০২৫

 

 

বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের পর একসঙ্গে প্রথম ঈদ। গত বছর এ তারকাজুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আগে সাত বছর তারা প্রেম করেছেন। শোনা যায়, ভিন্ন ধর্মে বিয়ের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল পরিবারে। বিয়ের সময় বিতর্কও তৈরি হয়েছিল। তবে তাদের বিয়েতে কোনো ধর্মীয় রীতিনীতি ছিল না। আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেন। সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না।

কিন্তু সোনাক্ষী-জহির একে অন্যের ধর্মকে সম্মান করেন। তাই একই সঙ্গে ‘গুড়ি পাড়ওয়া’ ও ‘ঈদ’ পালন করলেন এ তারকা দম্পতি। ঈদ উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী ও জহির। সোনাক্ষীর পরনে ছিল কালো রঙের কুর্তা ও পাজামা। তার সঙ্গে মানানসই গয়না ও জুতা। অন্যদিকে জহির পরেছিলেন সাদা কুর্তা ও কালো প্যান্ট। এমন সাজেই ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা দেন তারা। সাংবাদিকদের একই সঙ্গে তার ঈদ ও গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান।

সম্প্রতি দাম্পত্য নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সোনাক্ষী। প্রশ্ন করা হয়েছিল, বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে কী কী পার্থক্য অনুভব করছেন? জবাবে অভিনেত্রী জানান, বাড়ির একমাত্র কন্যা হিসেবে অনেক আদর পেয়েছেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে তার চেয়েও বেশি ভালবাসা ও আদর পান এখন। মনে হয়, ছোট থেকেই শ্বশুরবাড়িতে ছিলেন। তাই তার কথায়, ‘এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুশি।’

২০২৪ সালের জুন মাসে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জহির। বাড়িতেই আইনি মতে তারা বিয়ে করেছিলেন। কিন্তু প্রীতিভোজে ছিল এলাহি আয়োজন। উপস্থিত ছিলেন বলিউডের অনেক খ্যাতিমান তারকা।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *