রাত ৩:০৮ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কোটা আন্দোলনের হতাহতের ঘটনার পুরো দায়-দায়িত্ব সরকার ও সরকারী দলের— যুগপৎ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪

 

 

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবী পূরণে কার্যকরী ও বিশ^াস যোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে ঠান্ডায় মাথায় পরিকল্পিত ভাবে বলপ্রয়োগ করা হয়েছে এবং সরকারী দলের ছাত্রসংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃংঙ্খলা বাহিনীর হাতে আজ যে ভাবে প্রায় সারা দেশে হামলা, আক্রমণ ও গুলিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখনও পর্যন্ত ৭জনকে হত্যা হয়েছে এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গত ৪৮ ঘন্টায় চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যে ভাবে দেশব্যাপী সহস্রাধীক ছাত্র-ছাত্রীদের আহত হবার ঘটনা ঘটেছে, অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা মনে করি, এই সমুদয় ঘটনার পুরো দায়-দায়িত্ব সরকার ও সরকারী দলের। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে ভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে এবং ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনা নামে দেওয়া হয়েছে তা গত ২ দিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরী করেছে।
আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই যে, দমন-নিপীড়ন ও সহিংসতা চালিয়ে সরকার আজ এই পরি¯ি’তি তৈরী করেছে। আমরা লক্ষ্য করেছি, এখনও পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওয়াত আনা হয়নি। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানা”িছ।
আমরা আজ পুলিশের গুলিতে ও ছাত্রলীগের স্বশস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনাও জ্ঞাপন করছি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আহত ও নির্যাতিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একই সাথে অনতিবিলম্বে কোটা ব্যব¯’ার ন্যায্য ও যৌক্তিক সংস্কারের দাবী অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানা”িছ।
আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই যে হত্যা, দমন-নিপীড়ন করে অতিতের কোন স্বৈরাশাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন-নিপীড়নের এই পথে শেষ রক্ষা করতে পারবে না।
আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য ও গণতান্ত্রিক দাবির পক্ষে সো”চার হতেও উদ্দাত্ত আহ্বান জানাই।
যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে সাক্ষর করেন।

 

 

 

জা ই /এনজি

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *