রাত ৮:০৭ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ট্রেনে হামলাপাকিস্তানের অভিযোগের জবাবে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ ২০২৫

 

 

পাকিস্তানে জাতিগত সহিংসতা ও সম্প্রতি বেলুচিস্তানে ট্রেনে হামলার পেছনে ভারতের হাত রয়েছে- ইসলামাবাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আস্তানা’ আখ্যা দিয়ে অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারত।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ ও তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করার পর ভারত সরকারের এই প্রতিক্রিয়া এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গোটা বিশ্ব জানে, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়। পাকিস্তানের উচিত, নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের ওপর দোষ চাপানোর পরিবর্তে নিজের দিকে তাকানো।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে হামলাকারীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল।

এদিকে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাকিস্তানের দাবিগুলো নাকচ করে দিয়েছে। তারা বলেছে, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং পাকিস্তানের উচিত, তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেওয়া ।

এর আগে, গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে অন্তত চার শতাধিক যাত্রী ছিলেন। যাদের সবাইকে জিম্মি করা হয়।

পরে অভিযান চালিয়ে ৩৩ জন হামলাকারীর সবাইকে হত্যা করে পাকিস্তান সেনা বাহিনী। তবে উদ্ধার অভিযান শুরু করার আগেই ২১ যাত্রী হামলাকারীদের হাতে প্রাণ হারান। অপারেশন শেষে, বাকি জিম্মিদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

 

টি আই/এনজি

সূত্র: এনডিটিভি

এসএএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *