সকাল ৮:৩৬ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কোপা চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪

 

মাস খানেকের লড়াই শেষে কোপা আমারিকার এবারের আসরে বাকি এখন শুধুই মেগা ফাইনাল। আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারনী এই ম্যাচ। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সবমিলিয়ে অংশ নিয়েছে ১৬ দল। দল বাড়ায় এবার পুরস্কারের অর্থের পরিমাণও বাড়ছে। সব মিলিয়ে দলগুলোকে প্রাইজমানি হিসেবে এবার দেওয়া হবে ৭২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৮৪৬ কোটি টাকা।

চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। যা গেলবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৭০ কোটি টাকা।

তৃতীয় হওয়া উরুগুয়ে পাবে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া কানাডার মিলবে ৪৭ কোটি টাকা। অংশগ্রহণের জন্য প্রতিটা দলের মিলবে ২৩ কোটি টাকা। সেই সাথে প্রতিটা দলের হোটেল খরচ ও পরিবহন খরচও বহন করছে আয়োজক কতৃপক্ষ।

গতবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের।

 

এইচজে / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *