রাত ২:২৩ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রথম ওভারেই কিউই শিবিরে আঘাত হানলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

নতুন বলে দুর্দান্ত শুরু করেছেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই ব্রেকথ্রু এনে দিলেন এই পেসার। গত ম্যাচে সেঞ্চুরি করা উইল ইয়াংকে আজ রানের খাতাই খুলতে দেননি তাসকিন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন এই ডানহাতি পেসার।

২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫ রান। ১ রান নিয়ে উইকেটে আছেন কনওয়ে। অপর অপরাজিত ব্যাটার উইলিয়ামসনের সংগ্রহ ৪ রান।

এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ফিফটিতে লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *