ক্রীড়া প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫
প্রতি টুর্নামেন্টের মতো এবারও প্রত্যাশার বুলি আওড়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য-ই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে বাংলাদেশ সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের করা সেরার তালিকায় নেই। রিকি পন্টিং তো বলেছেন আফগানিস্তানের চেয়েও সুযোগ কম টাইগারদের। তবে ওয়ানডে ফরম্যাটের হিসাবে বাংলাদেশও এই টুর্নামেন্টে ফেবারিট বলে মনে করেন শান্ত।
গেল এক দশক ওয়ানডে ফরম্যাটে নিয়মিত ভালো করে আসছে টাইগাররা। যদিও সাম্প্রতিক সময়ে সিরিজের ফল তাদের পক্ষে কথা বলছে না। আগামীকাল (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছেন, ‘এই সংস্করণে যদি আমাদের দিকে তাকান তাহলে আমাদের দলটা ব্যালেন্সড। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে।’
প্রতিপক্ষ ভারত কতটা শক্তিশালী সেটি বলার আর অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের অন্যতম এই ফেবারিট দলকে নিয়ে শান্ত বলেন, ‘আমি এমন একজন নই যে কিনা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি।’
যদিও এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টাইগাররা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর হেরে বসেছিল। তবে এসব নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক, ‘অনুশীলন ম্যাচে হার নিয়ে যেটা বললেন সেটা খুব বেশি প্রভাব ফেলবে না। অনুশীলন ম্যাচে সবাইকেই বোলিং বা ব্যাটিং করার সুযোগ দিয়েছি। ইন-জেনারেল অনুশীলনের জন্যই করা। এই হার মনে হয় না খুব একটা প্রভাব ফেলবে।’
ভারতের বিপক্ষে খেলা মানেই বাড়তি রোমাঞ্চ জাগে শান্তদের, ‘ভারত-বাংলাদেশের ম্যাচে একটা রোমাঞ্চ থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে (রোমাঞ্চ) খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা নিজেদের পরিকল্পনা কীভাবে কাজে লাগাবে সেটা নিয়ে চিন্তা করে। আর মাঠে যত শান্ত থাকা যায় সেটা চেষ্টা করবে। আমার মনে হয় সব বিভাগেই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে.. ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। কারণ সবশেষ কয়েক বছরে ওয়ানডেতে আমরা যেভাবে খেলছি, আমার মনে হয় আমরা ভালো দল। (বাংলাদেশ ও দুবাই) কন্ডিশন প্রায় একই। যেভাবে নিজেদের প্রস্তুত করেছি তাতে আমরা আত্মবিশ্বাসী। আগামীকালের ম্যাচে ভালো কিছুর আশা করছি।’
টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকেই বড় ইনিংসের প্রত্যাশা করছেন এই টাইগার অধিনায়ক, ‘ওয়ানডেতে উইকেট যেরকম থাকবে আমরা সেরকমই খেলার চেষ্টা করব। আমার মনে হয় ওপরের দিকে যারা খেলে ওদের লম্বা ইনিংস খেলা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা ওপরে ভালো শুরু করতে পারব, তখন বড় রান করা সম্ভব। কালকে উইকেট-কন্ডিশন দেখার পরই আমরা (ব্যাটিংয়ের পরিকল্পনা ও অর্ডার) ওভাবে সিদ্ধান্ত নেব। আমি বিশ্বাস করি আমাদের ওই ক্ষমতা আছে। প্রস্তুতি অনুযায়ী আমরা ভালো অবস্থানে আছি।’
শ ই / এনজি