রাত ৯:০০ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে ফটোওয়াক: ঐতিহ্য ও শিল্পের সংস্পর্শে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৫

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা একদিনের ফটোওয়াকে অংশ নিলেন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগর এবং লোক ও লোকশিল্প জাদুঘর প্রাঙ্গণে।

টিএফপি বিভাগের তত্ত্বাবধানে ৭ ফেব্রুয়ারি আয়োজিত এই ফিল্ড ট্রিপটি ছিল শিক্ষার্থীদের কোর্স কারিকুলামের একটি অংশ। এতে অংশ নেন টিএফপি ফটোগ্রাফি ক্লাবের সদস্যরাও।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চেপে হৈ-হুল্লোড় করতে করতে শিক্ষার্থীরা পৌঁছে যান তাদের গন্তব্যে। পানাম নগরে পৌঁছেই তাদের স্বাগত জানান কোর্স ইনস্ট্রাক্টর মুহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং টিএফপি ফটোগ্রাফি ক্লাবের মডারেটর ও বিভাগের প্রভাষক শাওলিন শাওন।

শুরুতেই মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের ফটোওয়াকের নির্দেশনা দেন এবং দলবদ্ধভাবে কাজ করার সুবিধার্থে কয়েকটি গ্রুপে ভাগ করে দেন। প্রতিটি গ্রুপের দায়িত্বে ছিলেন ফটোগ্রাফি ক্লাবের একজন করে সদস্য।

ঐতিহাসিক স্থাপত্যের অনন্য নিদর্শন পানাম নগর শিক্ষার্থীদের জন্য নতুন এক অভিজ্ঞতা হয়ে ওঠে। ক্যামেরার লেন্সের মাধ্যমে তারা আবিষ্কার করেন প্রাচীন নগরীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা ইতিহাসের চিহ্ন।

টিকিট কেটে প্রবেশের পরপরই শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্টের জন্য ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। প্রাচীন অতীতের গল্প বলা শতাব্দী প্রাচীন ভবন, ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য এবং পথের মাঝে ছড়িয়ে থাকা ইট-পাথর ক্যামেরায় ধারণ করছিলেন শিক্ষার্থীরা।

ফটোওয়াকের বিষয়ে বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন বলেন, এই ফিল্ড ট্রিপের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা ফটোগ্রাফির যেসব থিওরি পড়েছেন প্রাকটিক্যালি সেগুলোর চর্চা করা। এটি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সোনারগাঁওয়ের পানামনগর এবং লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী ছবি তোলার হাতে কলমে শিক্ষা নিয়েছে, এতে আমি খুবই আনন্দিত। বিভাগে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম এবং আমি আশা করছি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

পানাম নগরের ফটোওয়াক শেষে শিক্ষার্থীরা যান সোনারগাঁয়ের বিখ্যাত লোক ও কারুশিল্প জাদুঘরের উদ্দেশে। দুপুরের খাবারের পর তারা বেরিয়ে পড়েন জাদুঘর পরিদর্শনে। সেখানে শিক্ষার্থীরা বাংলাদেশের লোকজ সংস্কৃতি, নানান কারুশিল্প এবং ঐতিহ্যবাহী শিল্পকর্মের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় লাভ করেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী লোকশিল্প মেলার নানান রঙিন স্টলকে নিজেদের ছবির বিষয়বস্তু করে নেন শিক্ষার্থীরা।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত কারুশিল্পীরা তাদের হাতে তৈরি পণ্যের পসরা নিয়ে এসেছেন ঐতিহ্যবাহী এই মেলায়। নকশি কাঁথা, টেপা পুতুল, জামদানি শাড়ি, দেশীয় মৃৎশিল্প, গ্রামীণ খেলনা ও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার দেখে মুগ্ধ হন শিক্ষার্থীরা। ক্যামেরার ফ্রেমে তারা বন্দি করেন বাংলার লোকজ ঐতিহ্যের এই অপরূপ মুহূর্তগুলো।

দিনের আলো ফুরিয়ে আসতেই শুরু হয় ফেরার প্রস্তুতি। বিকেলের মিষ্টি রোদে সোনারগাঁয়ের রঙিন স্মৃতিগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করে শিক্ষার্থীরা যখন ফিরতি পথে, তখন শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে ছুটে চলছিল তাদের বাস। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার ব্যস্ত নগর জীবনে ফিরলেও শিক্ষার্থীদের মনে রয়ে গেল একদিনের এই অসাধারণ অভিজ্ঞতা—যা তাদের ফটোগ্রাফি শিক্ষার পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *