সন্ধ্যা ৭:১৮ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

হার্ট অ্যাটাকের পর জ্ঞান ফিরতেই বলে উঠলেন, আমাকে কাজে যেতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৫

 

 

শহুরে যান্ত্রিক জীবনের সঙ্গে আমরা কম-বেশি সবাই পরিচিত। এই জীবনে কাজের ব্যস্ততা আর ছুটে চলার ক্লান্তিতে মানুষ যেন ভুলেই যায় তারও একটা নিজস্ব জগত আছে। আর চীনের এক ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বোধহয় সেটিই প্রমাণ করলো।

সোমবার (১০ ফেব্রুয়রি) সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের আট দিনের ছুটির শেষ দিন ছিল। ভুক্তভোগী ওই ব্যক্তি হুনান প্রদেশের চাংশা শহরের একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সে সময় হঠাৎ করেই তিনি অচেতন হয়ে পড়েন।

মেঝেতে পড়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে সাহায্য করতে দ্রুত এগিয়ে আসেন রেলওয়ে স্টেশনের কর্মচারীরা ও স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক। তড়িৎ ব্যবস্থা নেওয়ার ফলে ৪০ এর কোঠায় থাকা ওই ব্যক্তি প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পান। কিন্তু জ্ঞান ফিরতেই তিনি উপস্থিত সবাইকে অবাক করে বলে ওঠেন, আমাকে কাজে ফিরতে হবে। আমাকে দ্রুত ট্রেনে উঠতে হবে।

এমনকি, শরীরের এমন পরিস্থিতিতেও ভুক্তভোগী ওই ব্যক্তি হাসপাতাল যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। তবে উপস্থিত চিকিৎসক তাকে সতর্ক করে বলেন, এমন অবস্থায় কাজে গেলে বিপদ আরও বাড়তে পারে। তাই হাসপাতাল গিয়ে চেকআপ করানো জরুরি। শেষমেশ উপস্থিত অন্যদের চাপাচাপিতে তিনি অ্যাম্বুলেন্সে উঠতে রাজি হন।

চীনে উচ্চ বেকারত্বের প্রেক্ষাপটে এই ব্যক্তির গল্পটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। অনলাইনে একজন মন্তব্য করেছেন, আহা! জ্ঞান ফিরে পেয়েই তিনি প্রথম চিন্তা করলেন টাকা উপার্জনের! এটি আমাকে সত্যিই আবেগপ্রবণ করে ‍তুলেছে।

আরেকজন লিখেছেন, তিনি একা নন। আমাদের অধিকাংশকেই বাড়ির ঋণ ও সন্তানদের শিক্ষার ভার বহন করতে হয়। কারও জীবনই সহজ নয়।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে বেকারত্বের হার বেশ ঊর্ধ্বমুখী। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে ১৬ থেকে ২৪ বছর বয়সী চাকরিপ্রত্যাশীদের (শিক্ষার্থী ব্যতীত) বেকারত্বের হার ছিল ১৬ দশমিক ১ শতাংশ, যা গত অক্টোবরে ছিল ১৭ দশমিক ১ শতাংশ।

 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট/ এনজি

এসএএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *