বিশেষ সংবাদদাতা
১০ ফেব্রুয়ারি ২০২৫
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩৮ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছেন তা নিয়ে চলছে তীব্র সমালোচনা।
রোববার দল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্ডুপাত হচ্ছে কোচের। অনেকেরই অভিযোগ একটি সিন্ডিকেটের মধ্যে আটকা এই স্প্যানিশ কোচ, ৩৮ জনের তালিকায় থাকা কিছু নাম এবং লিগের প্রথম পর্বে পারফরম্যান্স করা কয়েকজনের নাম না থাকা নিয়েই চলছে তর্ক-বিতর্ক।
তালিকা নিয়ে সবচেয়ে বড় বিতর্ক রহমতগঞ্জের ফরোয়ার্ড অভিজ্ঞ নাবিব নেওয়াজ জীবনকে না ডাকায়। তিনি লিগের প্রথম পর্বে ৫ গোল করেছেন। স্থানীয় ফুটবলারদের যা দ্বিতীয়। ৩৮ জনের দলে জীবনের না থাকাটা অনেকের কাছেই রহস্যজনক। গত মৌসুমে আবাহনীতে সেভাবে খেলার সুযোগ পাননি। এবার রহমতগঞ্জে এসে খেলার সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন জাতীয় দলে ৩০ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই ফরোয়ার্ড।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সব মিলিয়ে মাত্র ৭৩ মিনিট করে খেলেছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার চন্দন রায় ও শেখ মোরসালিন। তারা ঠিকই জায়গা করে নিয়েছেন ক্যাবরেরার ৩৮ জনের তালিকায়। মোরসালিন তিন ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন। রহমতগঞ্জের বিপক্ষে ১৩ মিনিট, মোহামেডানের বিপক্ষে ১১ মিনিট ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৪৯ মিনিটে খেলেছেন এক সময় মদকাণ্ডে নিষিদ্ধ হওয়া এই ফুটবলার।
চন্দন ৭৩ মিনিট খেলেছেন ৫ ম্যাচে। সর্বাধিক ২৭ মিনিট খেলেছেন পুলিশের বিপক্ষে। এছাড়া ব্রাদার্সের বিপক্ষে ৫ মিনিট, আবাহনীর বিপক্ষে ১০ মিনিট, রহমতগঞ্জের বিপক্ষে ১৩ মিনিট ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১৮ মিনিট খেলেছেন তিনি।
পুলিশ এফসির মানিক মোল্লা লিগের প্রথম পর্বে দারুণ খেলেছেন। তার প্লেইং টাইম ৭৯৮ মিনিট। মাঝমাঠের ফুটবলার, গোলও আছে দুটি তার। তারপরও কোচের নজর কাড়তে পারেননি তিনি।
জামাল ভূঁইয়া ম্যাচের মধ্যেই নেই। প্রথম পর্বে কোনো ক্লাবই নেননি জাতীয় দলের অধিনায়ককে। দ্বিতীয় পর্বের জন্য নাম লিখিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। গত মৌসুমে আবাহনীতে থাকলেও সেভাবে খেলার সুযোগই পাননি। এককথায় না খেলেই ক্যাবরেরার প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তিনি।
জ উ/ এনজি