সন্ধ্যা ৭:৩০ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৫

 

স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী আফরোজা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘‘ বেশ কয়েকদিন যাবত নানা জটিলতায় হেলফ চেকআপের জন্য তারা সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হসপিটালে ডায়ারেটিস, অর্থোপেডিক ও নিউরো মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাবেন। ইতিমধ্যে ডাক্তারদের অ্যাপুয়েন্টমেন্টও করা হয়েছে।”

‘‘ দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন সমস্যায় ভোগছেন এবং এর আগেও তারা সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য।”

সর্বশেষ গত ৯ ডিসেম্বর সস্ত্রীক মির্জা আব্বাস সিঙ্গাপুর যান।

ডা. রফিক জানান, আগামী ২৫ মে মির্জা আব্বাস দেশে ফিরবেন।

বর্তমানে চোখের চিকিৎসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন আছেন। তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদও চিকিৎসার জন্য কয়েকদিন আগে থাইল্যান্ড গেছেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *