স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫
আরও একটি বর্ণাঢ্য অধ্যায়ের ইতি। বিশ্ব ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লুকা মদ্রিচ সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ক্রোয়েশিয়ান কিংবদন্তির সঙ্গে চুক্তি আর নবায়ন না করার কথা আগেই জানিয়েছিল লস ব্লাঙ্কোসরা। ফলে মাদ্রিদের ক্লাবে ১৩ বছরের যাত্রা শেষ করছেন মদ্রিচ। আগামী শনিবার তিনি শেষবার বার্নাব্যুতে সাদা জার্সি গায়ে জড়াবেন।
চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মদ্রিচের। এরপরই ৩৯ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার মাদ্রিদ ছাড়বেন বলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন। রিয়ালের হয়ে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন বলেও উল্লেখ রয়েছে তার বিবৃতিতে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তবে রিয়ালের মাঠে মদ্রিচ শেষবার খেলবেন লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে, যেখানে আগামী শনিবার তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
জ উ / এনজি