বিকাল ৪:৪০ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

০৯ মে ২০২৫

 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।

শুক্রবার (৯ মে) বিকেল ৪ টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা।

এদিন বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে এ ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করবো।

 

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *