সন্ধ্যা ৭:০২ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

হামলার সময় কাশ্মীরে ছিলেন মঈনের বাবা-মা, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে যা বললেন

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫

 

ভারত-পাকিস্তান সংঘর্ষ যখন চলছিল, তখন আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন মঈন আলি। আইপিএল আবার শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের বিদেশি এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি আর ফিরবেন না। মঈন ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেললেও তার জন্ম পাকিস্তানে। দুই দেশের এই সংঘর্ষের সময় পাকিস্তানে ছিলেন মঈনের বাবা-মা।

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই সময় মঈন আইপিএলে খেলছিলেন। তার বাবা-মা গিয়েছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এক আত্মীয়ের বাড়িতে।

এ প্রসঙ্গে মঈন বলেন, ‘সেই সময় আমার বাবা-মা পাকিস্তান অধিকৃত কাশ্মীরেই ছিলেন। যেখানে মিসাইল হানা হয়েছিল সেখান থেকে এক ঘণ্টার দূরত্বে তারা ছিল। সেই রাতে তারা আমাকে ফোন করে। আমার পাগলের মতো অবস্থা হয়েছিল।’

তখনকার সময়ের নিজের অবস্থা বর্ণণা করতে গিয়ে মঈন বলেন, ‘কী করব বুঝতে পারছিলাম না। শুধু প্রার্থনা করছিলাম, তারা যেন সুস্থ থাকে। পরের দিন সকালেই তারা বিমান ধরে ইংল্যান্ডে ফেরে। তখন আমি স্বস্তি পাই।’

মঈনের সঙ্গে ভারতে ছিলেন তার স্ত্রী-সন্তানরা। সংঘর্ষের সময় তিনি নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে এমন হয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারছিলাম না। কয়েক জনের সঙ্গে কথা বলি। কেউ বলছিল, সংঘর্ষ হবে না। আবার অনেকে বলছিল, হবে। বুঝতে পারছিলাম না কী করব? পরিবার সঙ্গে ছিল। তাই ভয় লাগছিল।’

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *