নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিচার প্রক্রিয়া কার্যকরভাবে শুরু না হওয়ায় হতাশা ও ক্ষোভ বাড়ছে। সঙ্গত কারণে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফের মাঠে নামছে ছাত্র জনতা।
এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১ টায় মধ্যবাড্ডা লুৎফন টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হবে। এরপর বাড্ডা থানার সামনে হবে মানববন্ধন ।
বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে রাজপথে থাকা ছাত্র নেতা ফয়সাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা হওয়ার পরেও কোন আসামী ধরা হচ্ছে না উল্টো শহীদ পরিবারকে নানামুখী চাপ প্রদান করা হচ্ছে। তাছাড়াও নতুন করে মামলা গ্রহন না করার পাশাপাশি আদালতের নির্দেশনাও মানছেনা।
বিক্ষুব্ধ পরিবার এবং ছাত্রজনতা হত্যাকারীদের বিচার ও স্বৈরাচার সরকারের দোসর বাড্ডা থানার ওসি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হবে।
জা ই / এনজি