সকাল ৮:৫৮ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

হঠাৎ বন্ধ হয়ে ৬ দিন পর খুলেছে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৫

 

টানা ছয়দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় খুলেছে গাজীপুরের চান্দনা চৌরাস্তার জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মোস্তফা কামালের সই করা এক অফিস আদেশে জানানো হয়, শুক্রবার (২৩ মে) থেকে অফিস কার্যক্রম চালু হয়েছে এবং আগামী সোমবার (২৬ মে) থেকে স্বাভাবিকভাবে ক্লাস চলবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ (২৩ মে) থেকে অফিস কার্যক্রম পূর্ণরূপে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই কর্মস্থলে উপস্থিত হয়েছেন এবং আগের মতোই দায়িত্ব পালন শুরু করেছেন।

তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষা-কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। আগামী সোমবার (২৬ মে) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান, তারা যেন নির্ভার মনে ক্লাসে ফিরে আসেন এবং তাদের পাঠদানে পূর্ণ মনোযোগ দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহায়তা প্রদান করা হবে।

রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয় বন্ধের এই কয়েকদিন আমরা সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেছি এবং এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে।

গত ১৫ মে অনুষ্ঠিত জিইউবির ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যা গত ১৬ মে (শুক্রবার) থেকে কার্যকর হয়েছিল। তবে বন্ধের কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তখন কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়টি বন্ধের বিষয়ে জারি করা অফিস আদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছিল। অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়।

 

জি আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *