রাত ১:৩০ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

‘স্বামীকে লুকিয়ে কিছু করি না’

বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫

 

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুকে পর্দায় সবসময় একেবারে অন্যরূপে দেখা যায়। ধারাবাহিক নাটক কিংবা সিনেমা নানা ধরনের চরিত্রে নানারূপে পর্দায় উপস্থিতি বরাবরই দর্শকদের মন জয় করে নেন তিনি। তার অভিনীত ইন্দ্রানী গাঙ্গুলির চরিত্রটি একদিকে যেমন কঠোর অনুশাসনে বিশ্বাসী, তেমনই ভালোবাসার মানুষের জন্য প্রাণ দিতেও রাজি।

ইন্দ্রানী গাঙ্গুলির চরিত্রটি অভিনয়ের বিষয়ে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অঞ্জনা বসু বলেন, খুবই পাওয়ারফুল একটা চরিত্র আমার ‘কুসুম’-এ। তবে একেবারেই নেগেটিভ নয়। সংসার ও ব্যবসা— সব একসঙ্গে সামলাচ্ছে ইন্দ্রানী। শুধু তাই নয়, স্বামীকেও যথেষ্ট সম্মান করে সে।

তার কাঁধে সংসারের সব দায়িত্ব থাকলেও, প্রতিটা কাজ করার আগে স্বামীর সঙ্গে আলোচনা করেই তবে মত দেন তিনি। অঞ্জনা বসু বলেন, কিন্তু এমন নয় যে, ক্ষমতা আছে বলে ধরাকে সরা জ্ঞান করবে। যাকে ক্ষমতার অপব্যবহার বলি আমরা। প্রতিটি মানুষকেই সম্মান করে ইন্দ্রানী।

পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কখনো সেই চরিত্রের সঙ্গে মিল পাওয়া যায়। ‘কুসুম’-এর ইন্দ্রানীর মধ্যে কি নিজেকে খুঁজে পান অঞ্জনা বসু? —এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সত্যি বলতে— আমারও ব্যক্তিগত জীবন খানিক এমনই। নিজের ভাবনায়, নিজের মতো করে অনেক কিছুই করি।

অভিনেত্রী বলেন, তবে কখনো স্বামীকে লুকিয়ে কিছু করি না। আমার সঙ্গে তাই চরিত্রটার খুব মিল রয়েছে। বাড়ির লোকজন হোক কিংবা কাছের মানুষ, যার যতটা সম্মান প্রাপ্য সেটি সম্পূর্ণভাবে দিই এবং দেওয়ার চেষ্টা করি। এই ধারাবাহিকের ক্ষেত্রে গল্পের প্লট ও আমার চরিত্র আর জির সঙ্গে কাজের সুযোগ সব মিলিয়েই আগ্রহ জেগেছে বলে জানান অঞ্জনা বসু।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *