রাত ৯:৫২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা তৈরি হয়েছে।

সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বইয়ে যাবে। যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলে।

এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা ০ ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রও (এনসিএম) তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।

শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোয়— সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরানসহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে।

আবহাওয়াবিদরা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ।

এদিকে আর মাত্র চার থেকে পাঁচদিন পর সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস রমজান। যদি আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে ১ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদিতে এবারের রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে।

 

সূত্র: গালফ নিউজ/শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *