সকাল ১০:০৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫

 

সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে গত ২৭ মার্চ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আবেদন করেন আইনজীবী মনির উদ্দিন।

রিটকারী আইনজীবী জানান, আবেদনে বলা হয়- বিগত কয়েকদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। যা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধে অবজ্ঞা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আইনজীবী সহকারী ছাড়া সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে বাকি সব ব্যক্তির আইডি কার্ড প্রদর্শন এবং মোবাইল নম্বরসহ তাদের ঠিকানা দেখে প্রবেশ করা বাধ্যতামূলক করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, আমার আশঙ্কা হচ্ছে যে, এক সময় দেশের বিভিন্ন আদালতে প্রাঙ্গণে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। ফলে সুপ্রিম কোর্টের আঙ্গিনায় অভিনব পদ্ধতি অনুসরণ করে এমন ঘটনা ঘটানোর শঙ্কা রয়েছে। আইনজীবী ও আইনজীবীর সহকারীদের কোর্টে প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। বাকি সবার ক্ষেত্রে রেজিস্ট্রার এন্ট্রি করে বিধি অনুাযয়ী কোর্টে প্রবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনির উদ্দিন। ওই রিটের শুনানি নিয়ে এই রুল জারি করেন আদালত।

 

 

জ উ / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *