বিকাল ৪:২০ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা : শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৫

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এটার জন্য প্রক্রিয়া সবসময় জারি রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

শনিবার (১০ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোল আমার কথা অনুযায়ী কাজ করবে না। এক্ষেত্রে তারা (ইন্টারপোল) তাদের আইন-কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন ও ব্লকেড কর্মসূচি নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে সচেতন করতে আপনারাও (সাংবাদিকরা) ভূমিকা রাখতে পারেন। সবার দাবি-দাওয়ার আন্দোলনগুলো যদি রাস্তা ছেড়ে এমন একটি জায়গায় করা হয় যেখানে ভোগান্তি হবে না, তাহলে সেটা খুব ভালো হয়। দাবিগুলোকে আমি অযৌক্তিক বলব না। তারা শুরুতে আন্দোলন যেখানে শুরু করেছিল সেখান থেকে শিফট করে অন্য জায়গায় গিয়েছে। এরপরও জরুরি পরিবহনগুলোকে তারা যাতায়াত করতে দিচ্ছে।

এসময় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা গাফিলতি করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে, কেউ কেউ সংযুক্ত (অ্যাটাচ) হয়েছেন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসবির (স্পেশাল ব্রাঞ্চ) পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। তবে সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি, তদন্ত কমিটি এসবও খতিয়ে দেখবে।

ইমিগ্রেশন ব্যবস্থা সম্পর্কে উপদেষ্টা বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি, তাই সিস্টেমটা কেমন হয়েছে তা দেখতেই এসেছিলাম। আগের তুলনায় অনেক কিছুই আধুনিক ও উন্নত হয়েছে।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *