বিনোদন প্রতিবেদক
২০ মে ২০২৫
গতকাল রাতে বাবা হওয়ার খবর ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই জানিয়ে ছিলেন। আজ (২০ মে) মঙ্গলবার দুপুরে ছেলের সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। সঙ্গে অমি লিখেছেন,আলহামদুলিল্লাহ, এখন আমিও একজন বাবা। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য,আমার ছেলে এবং তার মা সুস্থ আছেন।আমার ছেলের জন্য দোয়া করবেন।’
সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। গত ২২ এপ্রিল ছিল এই পরিচালকের বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান দেন তারা বাবা-মা হতে যাচ্ছেন। গণমাধ্যমে অমি বলেন, দুদিন ধরে শারমিন হাসপাতালে ভর্তি ছিল। খুব চিন্তিত ছিলাম কী হয় না হয়! গতকাল সারাদিন বেশি চিন্তায় ছিলাম। সন্ধ্যায় তার প্রসব ব্যথা ওঠে। এরপর ৮টা ৪০ মিনিটে তার কোলজুড়ে সন্তান জন্ম নেয়। ডাক্তার জানায়, বেবি হয়েছে মা এবং সন্তান দুজনেই ভালো আছে।
অমি আরও বলেন, তখনও আমি জানি না ছেলে নাকি মেয়ে হয়েছে। পরবর্তীতে নার্স এসে জানায় শারমিন পুরোপুরি সুস্থ আছে এবং ছেলে সন্তান হয়েছে। এই অনুভূতি আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না। তবে মনে হয়েছে সে আমার এমন আপনজন তার জন্য অনেককিছু ত্যাগ করা যায়। বেবিকে যখন প্রথম দেখেছি তখন মনে হয়েছে সে আমার সবচেয়ে আপনজন। সবার কাছে ওর এবং ওর মায়ের জন্য দোয়া চাই।
সাফল্যেের ধারাবাহিকতায় শিগগির আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। বর্তমানে এর শুটিং চলছে। গেল ঈদুল ফিতরে মুক্তি পায় অমি নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ।
ফা আ/ এনজি