সকাল ৭:৪৭ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরও পঙ্গু হয়ে যাবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারি ২০২৫

 

 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরও বেশি পঙ্গু হয়ে যাবে।

শনিবার (০৪ ডিসেম্বর) রাতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর সদরঘাট, কমলাপুরসহ বেশ কয়েকটি স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আপনারা সংবিধানের বিষয়ে, প্রশাসনের বিষয়ে, বিচার বিভাগের বিষয়ে সংস্কার করছেন। কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাবে।
সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরও পঙ্গু হয়ে যাবে : রিজভী
আ.লীগ লুটেরাদের দল : আবদুস সালাম

তিনি বলেন, আমরাও চাই ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না। কারণ আমাদের এ দেশে তো গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্র যদি ধারাবাহিকভাবে এগিয়ে যেত, রাজনীতিবিদদের রাজনীতি করার যদি সুযোগ থাকত, তাহলে নানা ধরনের অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন তাতে আর্টিকেল ৭০ হঠাৎ করে যদি আপনারা তুলে দেন তাহলে কেনাবেচা শুরু হবে। সংসদ সদস্যরা পার্লামেন্টে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে গেলে তাদের সদস্য পদ হারাবেন।

রিজভী আরও বলেন, গণতন্ত্র ফেরানোর জন্য ছাত্রজনতার পাশাপাশি শ্রমিকরাও কিন্তু কম আত্মাহুতি দেননি। ৯৭ জন শ্রমিক নিহত হয়েছেন শেখ হাসিনার মতো একজন জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। তাদের আত্মদান এবং তাদের রক্তের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জনকে যদি সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে আমাদের অনেক কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের সময়েও শ্রমিকরা যদি তাদের উপার্জন দিয়ে আলু কিনতে না পারে, তেল কিনতে না পারে, চিনি কিনতে না পারে, তাদের তিনবেলা আহারের সামান্যটুকু যা প্রয়োজন মেটাতে না পারে, তাহলে এই আন্দোলনের চেতনা এবং স্পিরিট ধ্বংস হয়ে যাবে। সুতরাং এসব বিষয়ে আপনাদের মনোযোগ দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দল দক্ষিণের সভাপতি সুমন ভুইয়া, সাধারণ সম্পাদক সবুজ, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়াল প্রমুখ।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *