দুপুর ২:১২ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে ২০২৫

 

 

পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাছাড়া এড়িয়ে গেছেন আরও কয়েটি বিষয়।

বৃহস্পতিবার (৭ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিশ্রি বলেন, বিমান ধ্বংস হওয়ার বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

এদিকে, পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে কোনো প্রশ্ন করেননি ভারতীয় সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে কোনো কথাও বলেননি।

কিছু ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, বুধবার (৬ মে) পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি।

তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন।

পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরো কোনো লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযানের বিস্তারিত জানাবেন না।

যদিও পাকিস্তান, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে।

 

সূত্র: বিবিসি/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *