এনজি ডেস্ক
২ মে ২০২৫
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে সরকার কাজ করে যাচ্ছে। শ্রেণিকক্ষে শুধু স্মার্ট বোর্ড করলে হবে না। সরকার স্মার্ট ক্লাসরুম করবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বাংলাদেশ ফিমেল একাডেমির মিলনায়তনে বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নেই নয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের সকলের অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে শুধু স্মার্ট বোর্ড করলে হবে না। সরকার স্মার্ট ক্লাসরুম করবে। স্মার্ট ক্লাসরুম হলে শিক্ষকরা দূর থেকে অর্থাৎ লন্ডন থেকেও শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী।
বাসস/ এনজি