রাত ১০:৫৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের সাথে একমত পোষণ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানাস’র

নিজস্ব সংবাদদাতা
১৮ জুলাই ২০২৪

 

 

বাংলাদেশে বর্তমানে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সকল অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসাথে বিদ্যমান বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে শিক্ষার্থীদের দাবির সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স একমত পোষন করছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ও সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনে যেসকল কোমলমতি শিক্ষার্থী এবং নিরপরাধ মানুষের প্রাণ অকালে ঝরেছে, প্রত্যেক ক্ষেত্রে বিআইপি অনৈতিক বল প্রয়োগকারী এবং সহিংসতাকারীদের চিহ্নিতপূর্বক সঠিক ও নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছে । এভাবে আর কোনো প্রাণহানি আমরা দেখতে চাই না। একইসাথে এই অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে আশু উত্তরণ এবং শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির বিষয়ে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *