সন্ধ্যা ৭:০৮ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যেতে চান ভারতীয় মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫

 

শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যাওয়ার হুমকি দিয়েছেন ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একজন মন্ত্রী। রাজ্যের আবাসন, ওয়াকফ ও সংখ্যালঘুকল্যাণ বিষয়ক মন্ত্রী বিজেড জামির খান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন।

মন্ত্রী জামির খান বলেছেন, তিনি আত্মঘাতী বোমা শরীরে বেঁধে পাকিস্তানে যেতে ইচ্ছুক। গত সপ্তাহে জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ইসলামাবাদ-নয়াদিল্লির তীব্র উত্তেজনার মাঝে এমন হুমকি দিয়েছেন ভারতীয় ওই মন্ত্রী।

রাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যদি যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে সেই যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তিনি।

‘‘আমরা ভারতীয়রা, আমরা হিন্দুস্তানি। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও সংযোগ নেই। পাকিস্তানের বিরুদ্ধে যদি আমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত।’’

কংগ্রেসের এই নেতা বলেন, তারা যদি আমাকে পাঠাতে চান, তাহলে মন্ত্রী হিসেবে আমি সম্মুখ সারিতে যেতে চাই। প্রয়োজনে আমি শরীরে আত্মঘাতী বোমা পরব। আমি নিছক মজা করছি না কিংবা অযথা কথা বলছি না। যদি আমাকে দেশের প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলবো, আমাকে একটি আত্মঘাতী বোমা দিন, আমি পাকিস্তানে যাব।

এর আগে কংগ্রেস দলীয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের পক্ষে নন বলে মন্তব্য করে দেশটিতে তুমুল সমালোচনার মুখে পড়েন। সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই কংগ্রেসের নেতা ও মন্ত্রী বিজেড জামির খান পাকিস্তানে যুদ্ধে যাওয়ার পক্ষে কথা বলেছেন।

গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর জম্মু ও কাশ্মিরে ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সিদ্দারামাইয়া বলেছিলেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নেই। কাশ্মিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা যুদ্ধের পক্ষে নেই। সেখানে শান্তি ফিরিয়ে আনা দরকার; যাতে জনগণ নিরাপদ বোধ করেন। কেন্দ্রীয় সরকারকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে।

 

সূত্র: এনডিটিভি/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *