বিকাল ৩:২২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

রেকর্ডগড়া ব্যাটিংয়ের পরই ডাক পেলেন পিএসএলে

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫

 

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে কোনো দলই আগ্রহ দেখায়নি শাহিবজাদা ফারহানকে নিয়ে। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা ন্যাশনাল টি২০ কাপে রেকর্ডগড়া ব্যাটিং করে তিনি নজর কেড়েছেন। মাত্র ৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৬০৫ রান করে ফারহান ডাক পেয়েছেন পিএসএলে।

ন্যাশনাল টি২০ কাপের সর্বোচ্চ এই রানসংগ্রাহককে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে নাসিম শাহ, শাদাব খানদের ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য জানিয়েছে। ইসলামাবাদ বলছে, ‘আমাদের স্কোয়াডের ২০তম সদস্য হিসেবে শাহিবজাদা ফারহানের নাম ঘোষণায় আমরা আনন্দিত।’ সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেলেন ফারহান।

এর আগেও ইসলামাবাদের হয়ে পিএসএলে খেলেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। এমনকি দ্বিতীয় আসরে তাদের শিরোপা জয়ে শাহিবজাদা ফারহানের ভূমিকা ছিল বলে উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘পিএসএলের দ্বিতীয় আসরে ইউনাইটেডকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। সম্প্রতি ন্যাশনাল টি২০ কাপ এবং ঘরোয়া ক্রিকেটে তার সবমিলিয়ে পারফরম্যান্স আবারও তার সঙ্গে পিএসএল কর্তৃপক্ষকে যোগাযোগে বাধ্য করেছে।’

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্বে আছেন মাইক হেসন। নিউজিল্যান্ডের সাবেক এই খেলোয়াড় এবং কোচও শাহিবজাদার প্রশংসা করেছেন, ‘এখানে বেঞ্চও শক্তিশালী রাখতে হয়, এমন প্লেয়ারদের নিয়ে যারা ম্যাচ খেলতেও প্রস্তুত। শাহিবজাদার ঘরোয়া ক্রিকেটের ফর্ম এবং অভিজ্ঞতা প্রমাণ করেছে, যখনই দলের যা প্রয়োজন সেটি পূরণ করতে পারে এবং জায়গা করে নিতে পারে একাদশে।’

শাহিবজাদা বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার যিনি একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করেছেন। এলিট এই তালিকায় প্রবেশের পথে সর্বোচ্চ ১৬২* রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এ ছাড়া তার করা ৬০৫ রান পাকিস্তানের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ। এতদিন রেকর্ডটি ছিল ফখর জামানের দখলে। ২০২২ পিএসএলে তিনি ১৩ ইনিংসে ৫৮৮ রান করেছিলেন। তাকে ছাড়িয়ে গেছেন শাহিবজাদা ফারহান।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের দশম আসরের। সেদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে। পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *