জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৫
ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে দেশের অর্থনীতি আরও সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্পকারখানা বন্ধ করে দিয়ে সরকার হাজার হাজার শ্রমিককে বেকার করেছে। যদি এসব কারখানা প্রশাসকের মাধ্যমে চালু রাখা হতো, তাহলে শ্রমিকদের কর্মহীন হতে হতো না।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামীকাল ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, দেশে এমনিতেই বেকার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এরমধ্যে অন্তর্বর্তী সরকারের এই ধরনের সিদ্ধান্ত সংকটকে আরও গভীর করেছে। শ্রমিক শ্রেণির জীবন এখন চরম দুর্বিষহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে শ্রমিক অধিকার, মজুরি বৃদ্ধি, বেকারত্ব হ্রাস ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ নানা দাবি তুলে ধরা হবে।
রিজভী জানান, সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অবহিত করা হয়েছে। তিনি বলেন, শ্রমিকশ্রেণির পক্ষে কথা বলার কেউ নেই বলেই আমরা এই দাবিগুলো জাতির সামনে তুলে ধরছি। একটি নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া সম্ভব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
জা ই / এনজি