নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন কাল বৃহস্পতিবার রাজধানীতে ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান্।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ হবে। ঢাকা পুলিশ কমিশনারকে আমরা বিষয়টি অবহিত করেছি। শ্রমিক দলের পক্ষ থেকে রাজধানীতে শ্রমিক দলের ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে।
শ্রমিক দলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া দলেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ঢাকাসহ তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন রিজভী।
রিজভী বলেন, বাংলাদেশে আজকে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দব্যমূল্যের উদ্ধগতি, জীবনযাত্রার ব্যায় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসংগতি, কম মজুরীতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানীসহ নানাবিধ অসুবিধার সম্মূখীন হচ্ছে।বিগত ফ্যাসিষ্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকিয় পরিসেবা বিল ২০২৩ এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ কারার ব্যবস্থা করা হয়েছে।
সারাদেশের শ্রমিকদের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যূতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে- বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের লুটপাট ও দূর্নীতির কারনে সরকারী পাট ও চিনিকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। তারা স্ত্রী সন্তানসহ অর্ধহারে অনাহানে দিনাতিপাত করছে। বই-খাতা ক্রয় করতে না পেরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। প্রচলিত নিয়মে ৫ বছর পর পর নূন্যতম মজুরী ও জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়ে থাকলেও বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সময়ে গত ১০ বছরের বেশি সময় ধরে নূন্যতম মজুরী ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অথচ চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উদ্ধগতিতে শ্রমজীবি মানুষের জীবন ওষ্ঠাগত।
আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন বিএনপি এই সমাবেশের শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরবে বলে জানান রিজভী।
সাংবাদিক সম্মেলনে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমূখ উপস্থিত ছিলেন।
জা ই / এনজি