রাত ১০:২৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

রাগে র‌্যাকেট দিয়ে ক্যামেরা ভাঙচুর, কোটি টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫

 

ম্যাচে হার কিংবা ব্যর্থতার পর অ্যাথলেটদের নানারকম প্রতিক্রিয়া দেখানোর নজির রয়েছে। টেনিস কোর্টেও র‌্যাকেট ভাঙার ঘটনা দেখা গেছে অনেকবার। তবে রাশিয়ান তারকা দানিল মেদভেদেভের রাগ সব সীমা ছাড়িয়েছিল। একটি সেটে হেরে রাগে নেটে আঘাত করতে করতে ভেঙেছেন র‌্যাকেট, সঙ্গে নেটে থাকা ক্যামেরাও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। বড় মাশুল তো দিতেই হবে, কোটি টাকা খুইয়ে সেটাই দিতে যাচ্ছেন মেদভেদেভ।

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের খেলায় ওই তুলকালাম ঘটিয়েছেন এই রুশ তারকা। অথচ পঞ্চম বাছাই মেদেভেদেভ ম্যাচটিতে বিশ্বের ৪১৮ নম্বর খেলোয়াড় কাসিদিত সামরেজকে হারিয়েছেন। হয়তো অনেক দূরের প্রতিপক্ষের কাছে একটি সেটে হার মেনে নিতে পারেননি তিনি। একদিকে মেদভেদেভ অস্ট্রেলিয়ান ওপেনে তিনবারের রানার্সআপ, অন্যদিকে তার প্রতিপক্ষ সামরেজ প্রথমবার গ্র্যান্ড স্লাম খেলতে নেমেছিলেন।

তার বিপক্ষে যখন তৃতীয় সেট হারতে যাচ্ছেন, তখনই মেজাজ হারান মেদভেদেভ। মেজাজ তুঙ্গে তুলে নেটের কাছে গিয়ে তিনি সর্বোচ্চ শক্তিতে র‌্যাকেট দিয়ে ক্যামেরার দিকে পাঁচবার আঘাত করেন। ফলস্বরূপ তার র‌্যাকেট তো ভাঙেই, ক্যামেরাটাও টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। সেই কাণ্ডের শাস্তি আজ (শনিবার) পেয়েছেন রুশ টেনিস তারকা। মেজাজ হারিয়ে ক্যামেরা ভাঙার দায়ে তাকে ৭৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৯২ লাখ টাকারও বেশি।

অবশ্য কেবল ক্যামেরা ভাঙার কারণেই এই শাস্তি নয়, ম্যাচ পরবর্তী মেদভেদেভের আচরণ বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। ম্যাচ চলাকালে তিনি আম্পায়ারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন। উপস্থিত হননি সংবাদ সম্মেলনেও, এই দুই কারণে রুশ টেনিস তারকাকে গুনতে হচ্ছে ৬৬ হাজার ডলার জরিমানা। আর ক্যামেরা ভাঙায় মেদভেদেভকে আরও ১০ হাজার ডলার খরচ করতে হবে।

চলমান অস্ট্রেলিয়ান ওপেনও শেষ হয়ে গেছে মেদভেদেভের জন্য। দ্বিতীয় রাউন্ডে তিনি হেরে গেছেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী খেলোয়াড় লার্নার টিয়েনের কাছে। ১২১ র‌্যাঙ্কিংয়ে থাকা এই তরুণ পাঁচ নম্বর বাছাই মেদভেদেভকে ৬-৩, ৭-৬, ৬-৭, ১-৬ এবং ৭-৬ সেটে দাপুটে ম্যাচে হারিয়েছে। ওই ম্যাচেও মেজাজ হারিয়েছেন রুশ তারকা। খেলার সময় একপর্যায়ে তিনি র‍্যাকেট ছুড়ে মারেন বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে। এজন্য অবশ্য তাকে কোনো জরিমানা গুনতে হচ্ছে না।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *