রাত ২:১৪ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

যেসব আইফোনে চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। ব্যবহারকারীর সুরক্ষা নিয়ে সবচেয়ে বেশি কাজ করে এই প্ল্যাটফর্মটি। সুরক্ষার জন্যই মাঝে মাঝে পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয় মেটা।

বহুদিন ধরে যারা একই আইফোন ব্যবহার করছেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। বেশ কয়েকটি আইফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। দেখে নিন তালিকায় আপনার ফোনটি নেই তো?

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইওএস ১৫.১ ও তার আগের অপারেটিং সিস্টেম রয়েছে যে ফোনগুলোতে সেগুলোতে কাজ করবে না এই অ্যাপটি। সেক্ষত্রে বাদের তালিকায় নতুন করে তিনটি ফোন, আইফোন ৫এস, ৬ ও আইফোন ৬ প্লাস। কারণ এরপর একাধিক আইফোন অপারেটিং সিস্টেম ১০ ও ১১ নিয়ে বাজারে এলেও তা পরবর্তীতে আপডেট হয়েছে।

তবে আইফোন ৫এস, ৬ ও আইফোন ৬ প্লাস-এই মডেল তিনটির অপারেটিং সিস্টেম আইওএস ১৫.১-এর থেকে পুরোনোই রয়ে গিয়েছে। ফলে হোয়াটসঅ্যাপের বর্তমান ভার্সন ওই ফোনগুলো সাপোর্ট করবে না। সেই কারণেই আগামী মে মাস থেকে এই তিনটি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

কিন্তু আপনার অপারেটিং সিস্টেমের ভার্সন কী জানেন? এজন্য প্রথমে যেতে হবে সেটিংস অপশনে। সেখান থেকে বেছে নিন মেনু। তারপর যান অ্যাবাউট অপশনে। এরপর বেছে নিন সফটওয়ার আপডেট। যদি লেটেস্ট সফটওয়্যারটি ডাউনলোড আগেই করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখতে পাবেন কোন ভার্সন রয়েছে আপনার ফোন। আর যদি আপডেট করার প্রয়োজন থাকে। সেটাও দেখতে পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *