রাত ১০:২৬ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

মিস্টার ইন্ডিয়ার রিমেক, যা বললেন শ্রীদেবীকন্যা জাহ্নবী


বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৪

 

বলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে প্রশংসিত নাম জাহ্নবী কাপুর। সুপারস্টার শ্রীদেবী কিংবা প্রযোজক বনি কাপুরের মেয়ে হিসেবে নয়, নিজেকে তিনি প্রতিষ্ঠা করে চলেছেন একজন পরিশ্রমী ও মেধাবী অভিনেত্রী হিসেবে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাই এ সময়ের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত তিনি।

ধড়ক দিয়ে সিনেমায় নাম লেখানো জাহ্নবী গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, মিলি এবং আরও অনেকগুলো সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। মিস্টার অ্যান্ড মিসেস মাহি তার সর্বশেষ সিনেমা। এটিও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার আসতে চলেছে তার নতুন সিনেমা ‌‘উলাঝ’। এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

২ আগস্ট উলাঝের মুক্তির আগে জাহ্নবী পিঙ্কভিলা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি উলাঝ সম্পর্কে কথা বলার পাশাপাশি, তিনি কেন তার বাবা বনি প্রযোজিত ও মা শ্রীদেবী অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’র মতো কালজয়ী চলচ্চিত্রের রিমেকে কাজ করতে চান না সে নিয়েও কথা বলেন।

জাহ্নবী কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ‘মিস্টার ইন্ডিয়া ২’-এর অংশ হতে চান কি না। জবাবে অভিনেত্রী বলেন, ‘মিস্টার ইন্ডিয়া ভারতীয় সিনেমার সেরা ছবিগুলোর একটি। আমি জানি না যে এই ধরনের একটি ছবি আবার তৈরি করা উচিত হবে কি না। কারণ প্রথমটির সঙ্গে দর্শকের যে আবেগ, ভালোবাসা সেটা তো আর কখনো সম্ভব নয়। আমি জানি না ছবিটির রিমেকের ব্যাপারে কী পরিকল্পনা রয়েছে। প্রযোজক আমার বাবা, তার পরিকল্পনা বা ইচ্ছেও আমি জানি না। তিনি এটি রিমেক করলেও আমাকে রাখবেন কি না সেটিও জানি না।’

জাহ্নবী কখনো বাবাকে ছবির জন্য অনুরোধ করেন না জানিয়ে বলেন, ‘আমি কখনই এমন নই। বাবাকে বলি না যে তোমার সিনেমাতে নাও। সেটি তার ব্যবসা। তিনি সবসময়ই তার ব্যবসার জন্য সেরা উপকরণগুলো বাছাই করবেন। আমি সেখানে কোনো ইচ্ছে চাপিয়ে দিতে চাই না। আমি কখনো বলিনি যে ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেক বা নতুন কিস্তি হোক, আমি সেখানে কাজ করব।’

জাহ্নবী কাপুরের সামনে ব্যস্ত সময়। উলাঝ মুক্তির পর কোরাতলা শিভা পরিচালিত জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা পার্ট ১’ ছবিতে দেখা যাবে এছাড়াও কিছু সিনেমা রয়েছে যেগুলো নিয়ে বেশ ব্যস্ততায় কাটবে এই অভিনেত্রীর বছরটা।

 

 

এলএ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *