সন্ধ্যা ৬:৩৮ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুল ও রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টম্বর ২০২৪

 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হওয়াতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আজ সোমবার এক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান রিজভী।

বিবৃতিতে বলা হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষর জাল করে গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে রিজভী বলেন, আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষর জাল করে গত ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার স্বাক্ষরে বিএনপি’র কেন্দ্রীয় দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।

গত ১৬ সেপ্টেম্বর তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *