রাত ২:০২ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুলের সঙ্গে ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়েরছবি: বিএনপির সৌজন্যে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের।

আজ সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশে থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন, বাংলাদেশের সব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার করে কিভাবে এগুলোকে সঠিক জায়গায় আনা যায়, তা নিয়ে আলোচনা হয়। সেখানে তাদের (ইউরোপীয় ইউনিয়নের) কী সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কী সহযোগিতা থাকতে পারে আলোচনায় সেসব বিষয়ও এসেছে।’

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে…যে ১০০ বিলিয়ন ডলার বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে একসঙ্গে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *