নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টম্বর ২০২৪
বিরোধীদের পাশাপাশি নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত ১৬ সেপ্টম্বর সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটি গুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর এই চিঠি দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, ও অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
সভায় বাণিজ্যি সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন গুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করা জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং জনাব আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থা গুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। বৈঠকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ কমিটির কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ সভায় উপস্থাপন করেন। সভা তা অনুমোদন করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জন প্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দূর্নীতি দমন কমিশন এর পূন:গঠন বিষয়ে আলোচনা হয়। উক্ত বিষয় গুলোর উপরে গঠিত কমিটি গুলোকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জা ই / এনজি