বিকাল ৫:১৭ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

মতবিনিময় সভায় এবি পার্টি : আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ মার্চ ২০২৫

 

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বৈরাচার পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (৯ মার্চ) দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন “রাইট টু ফ্রিডম” এর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন “রাইট টু ফ্রিডম” প্রেসিডেন্ট ও ১৯৯০–এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোউইচ। তাদের স্বাগত জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ পার্টির সিনিয়র নেতারা।

মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাইট টু ফ্রিডমের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, ভারতের ক্রমাগত বাংলাদেশ বিদ্বেষী প্রোপাগান্ডা, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে এবি পার্টির অবস্থান, বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে এবি পার্টির চিন্তা ও গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে এবি পার্টির সম্পর্ক নিয়ে জানতে চান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রতিনিধি দলকে আমরা বলেছি ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যেটাতে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা গণঅভ্যুত্থানসহ অন্যান্য বিষয়ে যেভাবে পজিটিভ ভূমিকা রেখেছে আগামীতেও সেভাবে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা যেন অব্যাহত রাখে।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগে সবার ঐকমত্যের ওপর এবি পার্টি গুরুত্ব দিচ্ছে। আমরা চাই নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে জাতি ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিন আমরা বিভেদ আর বিভাজনের রাজনীতি দেখেছি, আর নয় বিভেদ বিভাজন ভুলে এখন আমাদের ঐক্যবদ্ধ ভাবে দেশ পুনর্গঠনে অংশ নিতে হবে।

সংবাদ সম্মেলনে মাগুরায় শিশু নির্যাতনের বিষয় নিয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, শুধু নারী নিরাপত্তার বিষয় নয়, নাগরিক নিরপাত্তাকে আমাদের মূল আলোচনায় আনতে হবে। তিনি অবিলম্বে নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারাহ নাজ সাত্তার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সদস্য হাজরা মাহজাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *