দুপুর ২:০৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের : কলম বিরতিতে স্থবির এনবিআরর কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল ও সময়োপযোগী ও টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের বিভিন্ন দফতরসহ এনবিআরের প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবারও কলম বিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অফিস কার্যক্রম সকাল ১০টায় শুরু হলেও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। তবে সব কর্মকর্তা-কর্মচারী যথারীতি নিজ নিজ অফিসে উপস্থিত ছিলেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজ এবং কমলাপুর আইসিটি টার্মিনালে অ্যাসেসমেন্ট কার্যক্রম বন্ধ রাখা ছিল। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং এনবিআরের বাজেট প্রণয়ন প্রক্রিয়া এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে। আগামী ১৭ মে একই সময়সূচিতে আবারও কলম বিরতির ঘোষণা রয়েছে।

 


এদিকে এনবিআর বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল ও পরামর্শক কমিটির প্রতিবেদন জনস্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়াও অংশীজনদের সঙ্গে আলোচনা করে রাজস্ব ব্যবস্থার দাবি জানিয়েছে সংগঠনটি। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটির পক্ষে এই ৩ দাবি জানানো হয়। নিজেদের দাবি আদায়ে এনবিআরের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এই ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। এই সংগঠনের ব্যানারেই দাবি আদায়ে ৩ দিনের কলম বিরতি পালন করছেন এনবিআরের সর্বস্তরের কর্মকর্তারা। এতে স্থবির হয়ে পড়েছে এনবিআরর কার্যক্রম। বিভিন্ন ভ্যাট ও ট্যাক্স অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংগঠনটির ব্যানারে এনবিআরের তিন কর্মকর্তা ব্রিফিং করেন। এদিন উপ কর কমিশনার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কমিশনার সিফাত ই মরিয়ম ও ডেপুটি কমিশনার (কাস্টমস) নিনুপ চাকমা ব্রিফিংয়ে উপস্থিতি ছিলেন। লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনবিআরের এই কর্মকর্তারা। তারা বলেন, আমরা এনবিআরর সংস্কারের বিপক্ষে না। তবে রাতের আধারে পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ না করে তা পরিবর্তন করে অধ্যাদেশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবারও (১৭ মে) কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে যদি দাবি আদায় না হয় তবে সেদিন আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির ৩ দাবি হচ্ছে- প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা। পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সকল অংশীজনদের মতামত নিয়ে সমন্বিত, অংশগ্রহণমূলক ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করা।
এদিকে বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান প্রেস ব্রিফিং ডাকলেও তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন নি। এনবিআরের জনসংযোগ শাখা থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও পরে ব্রিফিং না করার কোন কারণ ব্যাখ্যা করা হয়নি।

এর আগে, দুপুর একটার দিকে ‘ফ্যাসিবাদ বিরোধী জনতা’ নামের একটি সংগঠনের ব্যানারে ‘আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী আমলা ও রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারীদের অপসারণ, গ্রেফতার ও বিচার দাবিতে’ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয়। আগামী ৭ দিনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

 

আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসের মাঠপর্যায়ের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান কলম-বিরতি কর্মসূচি ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসন্ন বিজিএমইএ নির্বাচনে নিজের প্যানেলের অবস্থান তুলে ধরতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

ফারুক হাসান বলেন, আমরা আশা করি, এনবিআর বিলুপ্তির পর নতুন করে গঠিত ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ সঠিকভাবে বাস্তবায়িত হলে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর কিছু মামলা হয়েছে, যেখানে তুলনামূলকভাবে সৎ ব্যবসায়ীরাও অভিযুক্ত হয়েছেন। এতে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *