দুপুর ২:০১ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ভুটান নারী ফুটবল লিগ শুরু ১০ মে : প্রথম দিনই মাঠে নামবে সানজিদাদের থিম্পু সিটি

বিশেষ সংবাদদাতা
০৪ মে ২০২৫

ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে গেছেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। ১৯ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল এই লিগ। ১৬ এপ্রিল লিগ স্থগিত করে দেয় আয়োজকরা। অবসরের এই ক’টা দিন অনুশীলন আর পাহাড়-ঝর্ণা দেখেই সময় কাটাচ্ছিলেন সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরারা।

অবেশেষে লিগের নতুন তারিখ নির্ধারণ হয়েছে। রোববার থিম্পু থেকে সানজিদা আক্তার জানিয়েছেন, ১০ মে শুরু হচ্ছে লিগ। প্রথম দিনই তাদের ক্লাব থিম্পু সিটি মাঠে নামবে। চাংলিমিথাং স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইউএ উইমেন্স ফুটবল ক্লাব। থিম্পু সিটিতে সানজিদা ছাড়াও খেলবেন মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

১২ মে মাঠে নামবে ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই দলে আছেন বাংলাদেশের ৩ ফুটবলার গোলরক্ষক রুপনা চাকমা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।

সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন পারো এফসিতে। তাদের প্রথম ম্যাচ ১৫ মে। তাদের প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *