ক্রীড়া প্রতিবেদক
০৭ মে ২০২৫
নতুন কমিটি গঠন করা হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবীর খোকনকে সভাপতি এবং বিএনপির সহ ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে মাহবুব আলমকে। চার সহসভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, এ কে এম নুরুজ্জামান, খোরশেদ আলম ও মাহমুদুর রহমান।
সহ সাধারণ সম্পাদক মো. হাসিব উদ্দিন সিদ্দিকী ও আওলাদ হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ কে এম জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, দপ্তর সম্পাদক রাসেল খান বাপ্পী, সহ দপ্তর সম্পাদক শহিদুল্লাহ টিটু, ক্রীড়া সম্পাদক রাহুল কান্তি রায়, সহ ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাউসুল ইজম বিপু, সহ আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আলম সজিব।
১৩ সদস্য হলেন-ইব্রাহিম খলিল, রাকিবুল ইসলাম তালুকদার, ড. আবদুল মোমেন, হাজী মো. হুমায়ুন, মো. সোহেল রানা, কাউসার হোসেন, মাকসুদুল হাসান সবুজ, আমিন উদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন, মাহবুব এইচ শাহিন, তাবিব এ নূর, শাকিল আহমেদ ও সাঈদ হোসেন মিন্টু।
জ উ / এনজি