বিকাল ৪:৩১ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ভারত-পাকিস্তান সংঘাত: সব পক্ষকে সংযমের আহ্বান তারেক রহমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ মে ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতিতে সব পক্ষকে সংযম ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বুধবার (৭ মে) সন্ধ্যায় এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ওই পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেছেন, প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বাড়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।

এদিকে, ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দেশকে শান্ত থাকার পাশাপাশি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পাল্টা হামলা চালায় পাকিস্তান। এ নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভারতের এ হামলাকে ‘যুদ্ধের শামিল’ ও ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান। বিপরীতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন, ভারতের নিজস্ব কোনো উত্তেজনা বাড়ানোর অভিপ্রায় নেই। তবে পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত ‘দৃঢ়ভাবে প্রতিক্রিয়া’ জানাতে প্রস্তুত।

 

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *